English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
- Advertisement -

৪৬ বছরের রেকর্ড ভাঙলেন ফেদেরার

- Advertisements -

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে উইম্বলডনের তৃতীয় পর্বে উঠে গেলেন টেনিস কিং রজার ফেদেরার। শেষ ৪৬ বছরে সব চেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে তিনি এই কীর্তি গড়লেন। ৩৯ বছর বয়সী ফেদেরার এখনও যেন অপ্রতিরোধ্য। পরের মাসেই তার বয় ৪০ বছর হবে। ম্যাচ জিতে ফেদেরার বলেন, ‘নিজের খেলায় আমি খুশি।’

এর আগে ১৯৭৫ সালে কেন রোজওয়াল ৪০ বছর বয়স পার করে উইম্বল্ডনের তৃতীয় পর্বে পৌঁছেছিলেন। ৮ বারের উইম্বলডনজয়ী ফেদেরার বৃহস্পতিবার হারিয়ে দিলেন রিচার্ড গ্যাস্কেটকে। খেলার ফল ৭-৬, ৬-১, ৬-৪। ১৮ বার উইম্বলডনের তৃতীয় পর্বে উঠলেন ফেদেরার। পরের ম্যাচ ক্যামেরন নোরির বিপক্ষে। এই নিয়ে গ্যাস্কেটকে টানা ১১ বার হারালেন ফেদেরার। সব মিলিয়ে ১৯ বার।

অন্যদিকে ২০১৮ সালের উইম্বলডনজয়ী অ্যাঞ্জেলিক কের্বের হারিয়ে দেন অবাছাই সারা সরিবসকে। যদিও এই জয় পেতে তিনি ৩ ঘণ্টা ১৯ মিনিট সময় নেন। খেলার ফলাফল ৭-৫, ৫-৭, ৬-৪। এবারের উইম্বলডনে লড়াই ছাড়িয়ে আলোচনায় চলে এসেছে ঘাসের কোর্টে খেলোয়াড়দের আছাড় খাওয়া। সেরেনা উইলিয়ামস তো আছাড় খেয়ে ইনজুরিতে পড়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন