English

21 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

সানিয়া মির্জার ছেলের কাছে চুমু আবদার

- Advertisements -

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি তার বোন ও ছেলে ইজহানকে নিয়ে বান্ধবী ব্লগার ফারাহ খানের বাসায় গিয়েছিলেন। সেখানে ফারহা খান সানিয়ার ছেলের কাছে চুমু আবদার করেন। মজার সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সোমবার ফারাহ তার ইউটিউব চ্যানেলে সানিয়া মির্জা বনাম ফারাহ খান: কিসনে বানায়া বেস্ট চিকেন ৬৫? ব্লগে ফারাহ তার সহকারীকে চিকেন ৬৫ তৈরি করতে বলেন। তারপর ফারহা রান্নার কাজে সহযোগিতা করেন। পাশাপাশি সানিয়াকেও রান্না করতে দেখা যায়।

মধ্যাহ্নভোজের পর সানিয়ার ছেলে ইজহানকে ফারহার বাড়িতে ফুটবল খেলতে দেখা যায়। তখনই ঘটে এই মজার কান্ড। ফারহা সানিয়ার ছেলের কাছ থেকে বল কেড়ে নিয়ে বলেন, তোমার কাছ থেকে কিছু ব্রাউনি পয়েন্ট আদায় করার জন্য আমি তোমাকে বলটি দিয়েছি।

ইজহান যখন বলটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তখন ফারাহ বলেছিলেন, প্রথমে তুমি আমাকে একটা চুমু দেবে, তারপর বল পাবে।

রশিকতা করে সানিয়ার ছেলের কাছ থেকে চুমু চাওয়ার ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে ফারহার রশিকতার প্রশংসা করেছেন অনেকেই।

প্রসঙ্গত, ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বিয়ের পর থেকে সানিয়া-শোয়েব দুবাইতে থাকতেন।

গত বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাদের একমাত্র পুত্র সন্তান ইজহান। শোয়েব মালিক পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেও বিয়ে করেননি সানিয়া মির্জা। ছেলের ক্যারিয়ার গড়ায় সর্বোচ্চ চেষ্টা করছেন টেনিস সুন্দরী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন