প্রথম তিন ম্যাচে একটি সেটও না হারা ইগা শিয়াওতেক চতুর্থ রাউন্ডে এসে যেন এক ঝটকায় কক্ষপথ থেকে ছিটকে গেলেন। তেমন কোনো লড়াই করতে পারলেন না তিনি। তাকে সরাসরি সেটে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল এলেনা রিবাকিনা।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় স্থানীয় সময় রবিবার (২২ জানুয়ারি) দিনের শুরুর দিকের ম্যাচে ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন গত বছরের উইম্বলডন জয়ী রিবাকিনা। কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়া রিবাকিনা হয়ত কোয়ার্টার-ফাইনালে কোকো গাউফকে আশা করছিলেন। তবে অশ্রুসিক্ত চোখে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই টিনএজারও।
গত বছরের ফরাসি ওপেনের রানার্সআপ ১৮ বছর বয়সী গাউফকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো। ২০১৭ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ওস্তাপেঙ্কোর বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন রিবাকিনা।