রাফায়েল নাদালকে হারিয়ে দিয়েছেন তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ২৪ বছরের ফ্রান্সেস টিয়াফো। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের খেলায় টেনিস কিংবদন্তি নাদালকে হারানোর পর তিনি বলেন, ‘আজ আমি অসাধারণ টেনিস খেলেছি – তবে আমি সত্যিই জানি না আসলে কি ঘটে গেছে’।
আর্থার অ্যাশে স্টেডিয়ামে ৩ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে নাদালকে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছেন টিয়াফো। বুধবার রাশিয়ার নবম বাছাই আন্দ্রেই রুবলেবের মুখোমুখি হবেন ২২তম বাছাই টিয়াফো।
অবিশ্বাস্য ম্যাচের পর টিয়াফো আরও বলেন, ‘আমি জানি না এখন কীভাবে এই অনুভূতি প্রকাশ করবো। আমি অনেক অনেক খুশি। আনন্দে চোখে পানি চলে এসেছে। আমি বিশ্বাস করতে পারছি না। তিনি (নাদাল) নিঃসন্দেহে সর্বকালের সেরা।