English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

৪ লাখের অধিক শিশুকে সিলেট জেলায় খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

- Advertisements -

সিলেট ব্যুরো,নিরাপদ নিউজ: আগামী ১লা জুন শনিবার সিলেট জেলায় চার লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।

এ সময় তিনি জানান, আগামী শনিবার ১ জুন সিলেট জেলার মোট ২৪১৩টি অস্থায়ী ও ১৩টি স্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়েসি ৪৪ হাজার ৬৪৩ জন শিশুকে ১টি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়েসি ৩ লাখ ৭০ হাজার ৬৪ জন শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

ডা. মনিসর আরও বলেন-সিলেটে সৃষ্টি বন্যা পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রগুলোতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল নির্ধারিত শিশুদের খাওয়ানো হবে।

এছাড়া বন্যা পরিস্থিতির উন্নতি হলে অস্থায়ী কেন্দ্রগুলোতে দিন ধার্য্য করে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। কোনো শিশুই যাতে ভিটামিন এ প্লাস প্রোগ্রামের বাইরে যাতে না থাকে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন