সিলেটে যথাযত মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পাঞ্জলি অর্পণ করে আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
এসব কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন ছাড়াও সিলেট সিটি করপোরেশন, জেলা পরিষদ, মহানগর পুলিশ, জেলা পুলিশ, সিভিল সার্জন অফিস, পরিবার পরিকল্পনা কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, তথ্য অফিস, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংবাদপত্র কর্তৃপক্ষ, শিক্ষা বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং শাহ আলম গ্যালারি ও অটিস্টিক স্কুল দায়িত্ব পালন করবে।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পনেরো আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান ভবনে ড্রপডাউন (উপর থেকে নিচ পর্যন্ত) ব্যানার টানানো হয়েছে।