মঙ্গলবার ১৩ জুলাই প্রথম দিনে মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৬৬৩ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে তাদের সবাইকে টিকা দেয়া হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ওই দুই কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয় সকাল ৯টায়। আর শেষ হয় বিকেল তিনটার দিকে। ওসমানী হাসপাতাল কেন্দ্রে মোট টিকা নিয়েছেন ১৪১৩ জন। এদের মধ্যে পুরুষ ৮২৬ ও মহিলা ৫৮৭ জন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবারও যথারীতি সকাল ৯টা থেকে এ দুটি কেন্দ্রে টিকাদান শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।