জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মুজিববর্ষের শপথ সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্য নিয়ে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার শ্রীমঙ্গল ষ্টার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রধান প্রদান করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১ ঘটিকায় শ্রীমঙ্গল ষ্টার কমিউনিটি সেন্টারে সহ সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি ছালেহ আহমেদ’এর যৌথ সঞ্চালনায় ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়’এর সভাপতিত্বে আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখায় শ্রীমঙ্গলে গুণীজনদের সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, সোহেল রানা ওসি(তদন্ত)শ্রীমঙ্গল থানা, নয়ন কারকুন ওসি(অপারেশন)শ্রীমঙ্গল থানা, ডাঃ আবু নাহিদ মেডিকেল অফিসার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবু সাঈদ পুলিশ পরিদর্শক(ট্রাফিক), আজিজুল হক রাজন ষ্টেশন ম্যানেজার শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস, দেবব্রত দত্ত হাবুল, রহিমা বেগম মহিলা বিষয়ক সম্পাদিকা নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখা।
উপস্থিত ছিলেন,নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক গোলাম রহমান মামুন,সহ সম্পাদক অর্জুন ঘোষ, সহ-সাধারন সম্পাদক ফখরুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক দুলা মিয়া, প্রচার সম্পাদক সুমন মিয়া, সদস্য মোস্তফা কামাল, মো. শাকির আহম্মেদ ও সকল সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ।
প্রধান অতিথি বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ড্রাইভার পথচারী যাত্রীসহ সকল শ্রেনীর লোকদের চিন্তা চেতনা মনোভাব বদলাতে হবে। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি। পরিশেষে শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দশজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন