English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

শুক্রবার সিলেট বিভাগে ৫১ জনের করোনা পজেটিভ, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৫ হাজার

- Advertisements -

শুক্রবার (১১) ডিসেম্বর সিলেট ওসমানী হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শুক্রবার নমুনা পরিক্ষায় ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৬৬ টি নমুনা পরীক্ষায় ৪১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৬ জন,হবিগঞ্জ জেলার ৮ জন ও সুনামগঞ্জ জেলার ৭ জন বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭২৫ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৪৯৫ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৯৩২ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮৫২ জন।
এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ২৫০ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ২২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৪৮ জন করোনা মুক্ত হয়েছেন।
এই নিয়ে সিলেট বিভাগের ১৩ হাজার ৭৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৮০৩৪, সুনামগঞ্জে ২৪২৯, হবিগঞ্জে ১৫৭৯, মৌলভীবাজারে ১৭২৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন