English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

শনিবার সিলেটের দুই ল্যাবে বিভাগে ৮৪ জনের করোনা পজেটিভ,সিলেট জেলায় আক্রান্ত ছাড়ালো ৬ হাজার

- Advertisements -

শনিবার(৫) সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শনিবার নমুনা পরিক্ষায় ৫১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৩ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন,হবিগঞ্জ জেলার ১ জন,ও মৌলভীবাজার জেলার ৪ জন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৪২ টি নমুনা পরীক্ষায় ৩৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জ জেলার ১১জন ও মৌলভীবাজার জেলার ১০জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩৯ জন।এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ১১ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ১৪৪ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৬১৫ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫৬৮ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪০, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৮ হাজার ২৫৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪২৬৬, সুনামগঞ্জে ১৭৭১, হবিগঞ্জে ১০৪৯, মৌলভীবাজারে ১১৭৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন