গ্রীষ্মের এই গরমে একটি বৈদ্যুতিক পাখা দিতে পারে একটি পরিবার কে প্রশান্তিময় ঘুম। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শখার ব্যবস্থাপনায় ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিনিটি নেতা নিসচা বড়লেখা’র উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিসবাহ এবং সমাজসেবক ও প্রবাসী কমিটির নেতা তোফায়েল আহমদের অর্থায়নে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। হারুক গরম জিতুক মানবতা ফোটুক হাসি গরমার্ত মানুষের মুখে স্লোগান কে সামনে রেখে গত শনিবার (২৭ জুন) বৈদ্যুতিক পাখা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আজ শুক্রবার (২১ আগষ্ট) সন্ধ্যায় ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাইজগ্রাম গ্রামের একটি পরিবার কে বৈদ্যুতিক পাখা উপহার স্বরূপ প্রদান করা হয়। বৈদ্যুতিক পাখা উপহার স্বরূপ প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলার উপদেষ্টা ইকবাল হোসাইন, আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আমান হাসান, রমা কান্ত দাস, রাসেল আহমদ, শুভাকাঙ্ক্ষী ফয়সল আহমদ প্রমুখ।
নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী কমিটির নেতা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিসবাহ এবং সমাজসেবক ও প্রবাসী কমিটির নেতা তোফায়েল আহমদ জানান, অতিমাত্রার শীত যেমন অসহায় মানুষকে কষ্ট দেন তেমনি অতিমাত্রার গরমও মানুষকে পীড়া দেয়। কিন্তু সমাজের বিত্তবান, সামাজিক সহ বিভিন্ন শ্রেণির মানুষ শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু গরমের সময় কেউ গরমার্ত মানুষের পাশে দাঁড়ায় না। যেজন্য সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছি। উনারা আরও বলেন, অসহায় মানুষের মাঝে বৈদ্যুতিক পাখা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন