মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, আদালতের এপিপি গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, নছিব আলী ও বিদ্যুৎ কান্তি দাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইউপি সচিব সজল কুমার দে, উদ্যোক্তা ইমরান হোসেন, রুহুল আলম ও হোসেন আহমদ প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, হিসাবরক্ষক ও ইউডিসির উদ্যোক্তাবৃন্দ।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের দীর্ঘসূত্রিতা ও জটিলতা নিরসনের দাবি জানান।