বুধবার (৫) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বুধবার নমুনা পরিক্ষায় ৩৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের তিনজন এবং মৌলভীবাজারের ১৫ জন রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৪৬ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ১৭ জন, সিলেট জেলার ১৭ জন ও হবিগঞ্জ জেলার ১২ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৮৩ জন।
সিলেট জেলায় ৪৪৭২ জন,সুনামগঞ্জ জেলার ১৫৫৫ জন,মৌলভীবাজার জেলায় ১০৬২ জন,হবিগঞ্জ জেলায় ১২২৬ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৩ হাজার ৬২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১১২৫, সুনামগঞ্জে ১১৫০, হবিগঞ্জে ৭৬৫, মৌলভীবাজারে ৫৮৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন