গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি, আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আজ নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে শ্রীমঙ্গল চৌমুহনায় যানবাহনের চালক ও পথচারীর মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক পাচঁ শতাদিক লিফলেট ও গোলাপ ফুল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ সভাপতি আব্দুল মতিন, সঞ্জয় রায়, সাধারণ সম্পাদক মো: গোলাম রহমান মামুন, সহ সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, দপ্তর সম্পাদক দুলা মিয়া, কার্যকরি সদস্য মো: সমুজ আলী সবুজ, মো: আব্দুস সালাম, মো: ইমরান হোসেন, ইমন আহমদ ফাহিম, আমজাদ হোসেন রনি বলেন আসছে ২২ অক্টোবর ২০২১ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।