হবিগঞ্জের মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে শান্তা (২২) ও সাদিয়া (১২) নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত শারমীন আক্তারকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছাতিয়াইন ১নং ওয়ার্ডের দক্ষিণ গ্রামের রহমত আলীর স্ত্রী শারমীন আক্তার (৪৫), তার মেয়ে শান্তা আক্তার (২২) ও নাতনি সাদিয়া আক্তার (১২) শিমুলঘর গ্রামে ছেনু মিয়ার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যান।
দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌঁছামাত্র বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে সোহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার এবং তার ভাগনে রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রহমত আলীর স্ত্রী শারমীন আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।