বর্ণাঢ্য আয়োজনে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ডিসেম্বর) বিকেলে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক প্রভাষক লিটন রঞ্জন দত্তের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা, পরিচয়পত্র বিতরণ ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সদস্য সচিব আবুল হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আনোয়ারুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম (তারা মিয়া), মাধ্যমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা সভাপতি ইসহাক আলী, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ।
বক্তব্য দেন নিসচা’র যুগ্ম আহবায়ক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম জসীম, অমিত আল হাসান, জাকারিয়া মাহমুদ, হারুনুর রশিদ, কামরুল হোসেন পলাশ, শাহেদুর রহমান, রিপন কুমার দাস, মুহিবুর রহমান, তাজুল ইসলাম, কাওসার আহমেদ উজ্জল, কাউছারুল গনি রাফি, আবুল হাশেম, সাইফুর রহমান, রাজিব বৈদ্য রাজু প্রমুখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন