সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।কর্মসুচির মধ্যে রয়েছে ২২ অক্টোবর ২০২১ইং নিরাপদ সড়ক দিবস উপলক্ষে, নিরাপদ সড়ক চাই, শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে:
১। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী।
২। জনসাধারণের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ।
৩। বিভিন্ন যানবাহনে স্টিকার বিতরণ।
৪। চালক ও যাত্রীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ।
৫। সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের সাথে মত বিনিময় সভা।
৬। সড়ক দূর্ঘটনা রোধে সাতগাঁও হাইওয়ে থানার সাথে মত বিনিময় সভা।
৭। সড়ক নিরাপত্তা নিশ্চিতে শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে মত বিনিময়।
৮। পরিবহন শ্রমিকদের সাথে মত বিনিময় সভা।
৯। শ্রীমঙ্গল পৌরসভার মেয়রকে নিয়ে যানবাহনে ফেসটুন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি।
এসময় উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি মো: ছালেহ আহমদ, আব্দুল মতিন, সঞ্জয় রায়, সহ-সাধারন সম্পাদক অর্জুন ঘোষ, মো:ফকরুল আহমেদ, অর্থ-সম্পাদক মো: আমির হোসেন, প্রচার সম্পাদক মো; সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো; দুলা মিয়া, প্রকাশনা সম্পাদক মো: রকিবুর রহমান নিজাম, কার্যকরি সদস্য মো: কামরুল হাসান, মো: আবুসাইদ, মো: সাকিল আহমদ বশির, ইমন আহমদ ফাহিমসহ আরও অনেকেই।