২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০ উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে এক জরুরী সভা অদ্য ২৭ সেপ্টেম্বর রোজ রবিবার রাত ৮ ঘটিকায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পুরো অক্টোবর মাস জুড়ে নিসচা সিলেট মহানগর শাখার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী, সিলেট মহানগরের সকল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ, সিলেট বাদাঘাট বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন, মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য হেলমেট বিতরণ, চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ কর্মশালা, চালক ও যাত্রীদের মধ্যে ফ্রি মাক্স বিতরণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টির জন্য সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে নিসচা কর্তৃক নির্মিত নাটিকা প্রদর্শন ও নগরীতে ট্রাফিক আইন মানতে জনগনকে উদ্বুধ করতে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক কেম্পেইন পরিচালনা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, ডাঃ মোঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব, দুর্ঘটনা অনুসন্ধান অনুসন্ধান সম্পাদক ডাঃ লোকমান হাকিম,দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক কাওছার আহমদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ মারজান, অর্জন চন্দ্র, শুভঙ্কর চন্দ্র দাস, সৈয়দ আমানুল্লাহ, দেবাশীষ রায় শুভ, শাহেদ আহমেদ অয়ন, তোফায়েল আহমেদ তুহিন, ফরহাদ আলম রোমান, মোঃ শামীম রেজা, ফখরুল আল হাদী, নিয়াজ কুদ্দুস খান, ইমতিয়াজ আহমেদ সামি, আবু তাহের জামাল, ইফতেখার হোসেন সোহেল প্রমুখ।
উল্লেখ্য এবার জাতীয় নিরাপদ সড়ক দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মুজিব বর্ষের শপথ সড়ক করব নিরাপদ’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন