English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

কমলগঞ্জে পাহাড়ি ঢলে বন্যা, পানিবন্দি অন্তত ৫০ হাজার মানুষ

- Advertisements -

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ঢলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের ৫০ হাজারে বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছ। সড়ক পথে অনেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে বন্যাকবলিত মানুষজন আতঙ্কে রয়েছেন।

অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটে গেছে।

জানা যায়, কমলগঞ্জ টু আদমপুর, ভানুগাছ টু মাধবপুর, শমসেরনগর টু কমলগঞ্জ ও মৌলভীবাজার টু শমসেরনগর প্রধান সড়কে পানি উঠেছে। ফলে এসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।

এদিকে আজ বুধবারও (২১ আগস্ট) দিনব্যাপী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে প্রশাসন ধারণা করছে।

তা ছাড়া বাড়িঘরে পানি ওঠায় অনেক পরিবারে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।

কমণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, উপজেলার ৯টি ইউনিয়নই বন্যায় আক্রান্ত। শুকনো খাবার ও ত্রাণের বিষয়টি জেলায় জানানাে হয়েছে। তিনি সবাইকে এ পরিস্থিতিকে মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন