সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফের সাথে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)র নেতৃবৃন্দ। বুধবার ৯ ডিসেম্বর দুপুরে এসএমপি কার্যালয়ে তার সাথে দেখা করে মতবিনিময় করেন নিসচা নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার।
মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দ সিলেট নগরীতে রাত ৯ টার পর ট্রাক প্রবেশ ও নগরীতে রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ সিএনজি চলাচল বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের জন্য পুলিশ কমিশনারকে অনুরোধ জানান।
এ সময় পুলিশ কমিশনার নিশারুল আরিফ সড়ক দূর্ঘটনা রোধে নিসাচা’র কার্যক্রমের প্রশংসা করেন।তিনি সিলেট নগরীর যানজট নিরসনে সকল মহলের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে পুলিশ কমিশনার নিশারুল আরিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিসচা নেতৃবৃন্দ।এসময় তাকে নিসচা’র ২৫ বছরের কার্যক্রম নিয়ে প্রকাশিত সংকলন ‘নিরাপদ’ প্রদান করা হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন