ইমন আহমদ ফাহিম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৬ এপ্রিল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পবিএ ঈদ উল ফিতর উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার আরও ৫০টি পরিবারকে দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে।
এর আগে এই প্রকল্পে আওতায় দুই ধাপে শ্রীমঙ্গল উপজেলার ভূমিহীন ৬শ পরিবারের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রী বিশেষ উপহার ভূমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে।
এই উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সে যোগ দেন অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড.মো:আব্দুস শহীদ এমপি।
উপস্থিত চিলেন স্থানীয় সরকার (ডিডিএলজি) উপ পরিচালক মল্লিকা দে,উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়,উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম,সহকারি কমিশনার (ভুমি) সন্দীপ তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলি, সিন্দুরখান ইউনিয়ন চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুর রসিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।