সিলেট নগরীর লালবাজার এলাকা থেকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে লালবাজারস্থ হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এসময় লাশের সার্বিক তথ্যসহ আশপাশের অবস্থান সম্পর্কে তথ্য নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার সামছু উদ্দিন আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা খুন করে গলিতে ফেলে গেছে।লাশের মাথার বাম পাশে কানের উপর ছুরিকাঘাত চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে মরদেহের মৃত অবস্থান দেখে বুঝা যাচ্ছে একদিন আগে ঘটনা সংগঠিত হয়েছে। প্রাথমিকভাবে মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।