English

22 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

বুধবার সিলেট বিভাগে ১৩ জনের করোনা পজেটিভ

- Advertisements -

বুধবার (৬) জানুয়ারি সিলেট ওসমানী হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বুধবার নমুনা পরিক্ষায় ২ জনের রিপোর্ট পজিটিভ আসে।আক্রান্তদের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫ জন,হবিগঞ্জ জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ২০৮ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৫১৭ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৯৬৬ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮৯৫ জন।

এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ২৬৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ২২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১৯ জন করোনা মুক্ত হয়েছেন।

এই নিয়ে সিলেট বিভাগের ১৪ হাজার ৬৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৮৮২৪, সুনামগঞ্জে ২৪৭৫,হবিগঞ্জে ১৬০২, মৌলভীবাজারে ১৭৪১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন