English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

সোমবার সিলেট বিভাগে ২২ জনের করোনা পজেটিভ

- Advertisements -

সোমবার (১২)অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান সোমবার নমুনা পরিক্ষায় ৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩ জন, মৌলভীবাজার জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ১৭ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সবাই সিলেট জেলার ১৪ জন,সুনামগঞ্জ জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ২ জন বাসিন্দা রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৮ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৩৭৪ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৭৭৩ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭৪১ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৬৪ জন করোনা মুক্ত হয়েছেন। এই নিয়ে সিলেট বিভাগের ১১ হাজার ৩৩৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৫৯৭২, সুনামগঞ্জে ২২৬৭, হবিগঞ্জে ১৪৯৫, মৌলভীবাজারে ১৬০৫ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন