১০ দিনের মাথায় ভূমিকম্পে আবারও দুই বার কেঁপে ওঠলো সিলেট। সোমবার ৭ জুন সন্ধ্যা ৬টা ২৭ ও ২৮ মিনিটে দুই বার সিলেটে ভূমিকম্প হয়। তবে আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডে একবার ভূমিকম্পের কথা বলা হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী নিরাপদ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের রেকর্ড অনুযায়ী সন্ধ্যা ৬টা মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। এর মাত্রা ছিলো ৩.৮। উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা আশপাশ এলাকা।
সোমবার সন্ধ্যায় ভূমিকম্পের সময় নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। বাসা ও অফিসে থাকা মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে রাস্তায় ভিড় করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে সর্বশেষ গত ৩০ মে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর ৪টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে দুই দশমিক ৮ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়। তার আগের দিন অর্থাৎ ২৯ মে দেশের ইতিহাসে প্রথমবারের একদিনে চার দফা ভূ-কম্পন অনুভূত হয় সিলেটে। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশে ছিল।