English

28 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

সোমবার সিলেটের দুই ল্যাবে ৫ চিকিৎসকসহ বিভাগের ১০১ জনের করোনা পজেটিভ

- Advertisements -

সোমবার (২৪) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান সোমবার ২৮২টি নমুনা পরিক্ষায় ৩০ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগরের ২১ জন, বিয়ানীবাজারের ১,জকিগঞ্জের ১, গোলাপগঞ্জের ১, হবিগঞ্জের চুনারুঘাটের ১, সুনামগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৮২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৮ জন, সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ১৩ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জন।এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৪১৫ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৯৫৪ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৪৫৬ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৮৯ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২৯, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগের ৬ হাজার ৬৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪২৬, সুনামগঞ্জে ১৪৭৪, হবিগঞ্জে ৯৩১, মৌলভীবাজারে ৮৫৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন