English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

সোমবার সিলেটের দুই ল্যাবে বিভাগের রেকর্ড ১৬৪ জনের করোনা পজেটিভ

- Advertisements -

সোমবার(১০) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান সোমবার নমুনা পরিক্ষায় ৪৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তদের মধ্যে সিলেটে জেলার ৩১ জন, মৌলভীবাজার জেলার ১১ জন ও সুনামগঞ্জ জেলার ২ জন রয়েছেন। সিলেট জেলার আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর, সদর, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ৩৯৬ টি নমুনা পরীক্ষায় ১২০ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ২৯ জন, হবিগঞ্জ জেলার ৩৪ জন রয়েছেন ও সিলেট জেলার ৫৭ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮২৬ জন। সিলেট জেলায় ৪৭৩৬ জন,সুনামগঞ্জ জেলার ১৬৫২ জন,মৌলভীবাজার জেলায় ১১৫১ জন,হবিগঞ্জ জেলায় ১২৯৯ জন। সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১২, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগের ৪ হাজার ১৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৯১, সুনামগঞ্জে ১২৩৬, হবিগঞ্জে ৮২৩, মৌলভীবাজারে ৬৮২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন