নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটকের ঘটনায় সুনামগঞ্জের ছাতক থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে তার সমর্থকরা।
শনিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা ছাতক পৌর শহরের বিশ্বজিৎ ঘোষের সুশিলা স্টোরসহ ৫-৬টি দোকান ভাঙচুর করে। এতে পথচারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
এর আগে এশার নামাজের পর পৌর শহরের বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে মিলিত হয় বিক্ষোভকারীরা। এসময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় মামুনুল হক সমর্থকরা।
ছাতক থানা ওসি নাজিমউদ্দিন জানান, মিছিলকারীরা থানায় হামলা করেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।