English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

সিলেট নগরীতে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল পাবে ৭৮ হাজার শিশু

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭৮ হাজার ১২৯ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেটে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
রোববার ১৯ ফেব্রুয়ারি সকালে সিলেট সিটি করপোরেশন সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা করা হয়। এ সময় ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবগত করেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।

এ বছরে সিলেট সিটি করপোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট কেন্দ্রের সংখ্যা থাকবে ৩৪৮টি। কর্মশালায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।সিলেট সিটি কর্পোরেশন আয়োজনে জাতীয় পুষ্টি সেবা পুষ্টি স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সাহিত্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ে বাস্তবায়নে কর্মশালায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন