English

26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সিলেটে হানিফ ও শ্যামলী বাস কাউন্টারে ভোক্তা অধিকারের জরিমানা

- Advertisements -

মাহমুদ হোসেন খান: সিলেট থেকে দূরপাল্লার বাসের নির্ধারিত ভাড়ার মূল্যতালিকা না টানানোর অভিযোগে হানিফ ও শ্যামলী বাস কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর দরগা গেইট এলাকায় হানিফ ও শ্যামলী পরিবহন তদারকি করে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, বিআরটিএ নির্ধারিত মূল্য তালিকা না টানানোর কারণে সিলেট নগরীর দরগা গেইট হানিফ বাস কাউন্টার ৩০০০ হাজার ও শ্যামলী পরিবহন কাউন্টার কে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রাথমিকভাবে প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই কাজ আবার করলে জরিমানার পরিমাণ বাড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়া, কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) সদস্য তামান্না আক্তার ও ধীমান দাশ উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন এপিবিএন পুলিশের সদস্যরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন