সিলেটে প্রায় আড়াই শতাধিক মানুষের মোবাইল ফোনে করোনা ভ্যাকসিনের তারিখ জানিয়ে ভুয়া মেসেজ পাঠিয়েছে একটি চক্র। সার্ভার হ্যাক করে মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদানের এই মেসেজ মোবাইল ফোনে পাঠায় চক্রটি।
বিষয়টি জানার পর পরই সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি ঢাকায় অবগত করে নিবন্ধনের আইডি বন্ধ করে নতুন আইডি চালু করা হয়েছে।
সিসিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩)আগস্ট দিবাগত রাতের কোনো এক সময় একটি চক্র সার্ভার হ্যাক করে। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার রাতে সার্ভার হ্যাক করে প্রায় আড়াই শতাধিক মানুষকে টিকা গ্রহণের তারিখ জানিয়ে মেসেজ পাঠায় চক্রটি। ফলে শনিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কেন্দ্রে কিছু মানুষ টিকা নিতে জড়ো হন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কাউকে মেসেজ দেওয়া হয়নি।
এসময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকা সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের কাছে বিষয়টি ধরা পড়ে। তিনি সাথে সাথে ঢাকায় অবগত করে আইডি বন্ধ করে, নতুন আইডি চালু করার ব্যবস্থা গ্রহণ করেন।