সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে প্রার্থী হওয়ায় যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন হীরাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর নির্দেশনার আলোকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তাকে বহিষ্কার করেন।
যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।
আবদুল্লাহ আল মামুন হীরা সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইকবাল আহমদ। আর দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হন আবদুল্লাহ আল মামুন হীরা।