জহিরুল ইসলাম মিশু: সিলেটে ঢাকাপোস্ট অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার ১৬ ফেব্রুয়ারি রাতে সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা হয়। অনুষ্ঠানে করোনাকালে মানবসেবায় অবদানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওনকে সম্মাননা প্রদান করা হয়।
ঢাকাপোস্টের সিলেট জেলা প্রতিনিধি মাসুদ আহমদ রনির পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট ব্যুরো চিফ মকসুদ আহমদ মকসুদ,সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির সিলেট ব্যুরো চিফ ইকবাল মাহমুদ, আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক গোলজার আহমদ হেলাল, দৈনিক শ্যামল সিলেট’র মফস্বল সম্পাদক দেবব্রত রায় দিপন, সিলেটের ডাক’র সিনিয়র স্টাফ রিপোর্টার নূর আহমদ, আমাদের অর্থনীতি পত্রিকার সিলেট ব্যুরো চিফ জহিরুল ইসলাম মিশু, সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং এনটিভি ইউরোপ’র সিলেট প্রতিনিধি সাজলু লস্কর, সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার জাবেদ মাহমুদ, র্যাব-৯ সিলেটের মিডিয়া প্রতিনিধি এসআই সিদ্ধার্থ শেখর ঘোষ,সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রণি, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত বুলবুল, সাপ্তাহিক জকিগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক রায়হান আহমদ রেহান, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ নেতা মামুনুর রশিদ তফাদার, সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, এনটিভি ইউরোপ’র ক্যামেরাপার্সন রুহিন আহমদ, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার মো. মশাহিদ আলী, জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার শাহিদ হাতিমী, সংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথি ওয়াহিদ চৌধুরী, জাবের আহমদ, আলমগীর হোসেন, ডেইলি ক্যাম্পাসের সিলেট প্রতিনিধি মান্না আহমদ, ফাইজা রাফা প্রমুখ। পরে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন।