মহামারি করোনাভাইরাসে সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রের্কড হয়েছে।চব্বিশ ঘন্টায় এখানে মারা গেছেন ২২ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৭৮ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ২২ জন মারা গেছেন। যা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১০ আগস্ট সকাল ৮টার থেকে ১১ আগস্ট সকাল ৮টার মধ্যে ২২ জন মারা গিয়েছিলেন।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনসহ ২০ জনই সিলেট জেলায় মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১ জন করে রয়েছেন।
উল্লেখ্য এ নিয়ে সিলেট বিভাগে ৯৫৩ জন মারা গেলেন করোনাক্রান্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৮১ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭৭৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৩ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।