English

29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
- Advertisement -

সিলেটের সুরমা নদীতে ধরা পড়লো ১০০ কেজি ওজনের বাঘাইড়

- Advertisements -

সিলেটের সুরমা নদীতে প্রায় ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে। বিক্রির জন্য মাছটি নিয়ে আসা হয়েছে নগরীর লালবাজারে। বিক্রেতা মাছটির জন্য দেড় লাখ টাকা দাম চাইছেন।

নগরীর ১১নং ওয়ার্ডের কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া বাঘাইড় মাছটি আজ রোববার সকালে লালবাজারে নিয়ে এসেছেন।

তিনি জানান, রোববার সকাল ৭টার দিকে লামাকাজি এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে আনেন। তার কাছ থেকে তিনি কিনেছেন।
তিনি আরও জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন।

এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য এক লাখ ২০-৩০ হাজার টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন।যদি একসাথে কেনার মতো ক্রেতা না পাওয়া যায়, তবে কেজি দরে বেলা ১টার দিকে মাছটি বিক্রি করা হবে। প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি হবে।

এদিকে, লালাবাজারে গিয়ে দেখা গেছে, বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন। এতো বড় মাছ তারা আগে দেখেননি বলেও মন্তব্য করছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন