২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের অংশ হিসাবে বিয়ানীবাজারে পরিবহন শ্রমিকদের মধ্যে নিসচা’র মাস্ক বিতরণ করা হয়েছে।
‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’- এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে বিয়ানীবাজারে পরিবহন শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে বিয়ানীবাজার নিসচা।
মঙ্গলবার বিকালে পৌরশহরে এ মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় নিসচা নেতৃবৃন্দ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন করতে নানা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি যান চলাচলে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচার যুগ্ন আহবায়ক কামরুল হাসান রাজু লোদী, সদস্য সচিব শফিউর রহমান, সদস্য মাহবুবুর রহমান নাহিদ, কবির হোসেন, মোহাম্মদ রাফি, সাহেদ আহমদ, শামিম আহমদ, আবুল হাসান আল মামুন প্রমুখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন