মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা কে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় বড়লেখা উপজেলা পরিষদ হল রুমে বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিম মোহাম্মদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা রেহানা বেগম হাসনা,বড়লেখা ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা’র যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম মার্জান,সদস্য সচিব আইনুল ইসলাম, বড়লেখা মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান,বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবলু, বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুভ,যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি আমিনুল বাবলু সহ প্রমুখ।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নিসচা বড়লেখা শাখাকে ‘প্রবাসী ঐক্য পরিষদ’ কর্তৃক সংবর্ধনা প্রদান
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন