শ্রীমঙ্গলে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা ২০২১ এর শুভ উদ্বোধণ করা হয়েছে।শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধণ করেন , উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর ঢাকার তত্বাবধানে মেলার উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমতিরি সভাপতি ঝলক চক্রবর্তী, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ প্রমুখ।
উদ্বোধণী অনুষ্টান শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।