English

18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

শুক্রবার সিলেট বিভাগে ২৪জনের করোনা পজেটিভের মধ্যে সিলেট জেলায় ১৫ জন শনাক্ত

- Advertisements -

শুক্রবার (১) জানুয়ারি সিলেট ওসমানী হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শুক্রবার নমুনা পরিক্ষায় ১ জনের রিপোর্ট পজিটিভ আসে।আক্রান্ত ব্যাক্তি সিলেট জেলার বাসিন্দা।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ২৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

শনাক্তদের সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জ জেলার ৪ জন,হবিগঞ্জ জেলার ৩ জন ও মৌলভীবাজার জেলার ২ জন বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১৫৪ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৫১৬ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৯৫৬ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮৮০ জন।

এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ২৬৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৯, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ২২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৩ জন করোনা মুক্ত হয়েছেন। এই নিয়ে সিলেট বিভাগের ১৪ হাজার ৫৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৮৭৩৪, সুনামগঞ্জে ২৪৭১, হবিগঞ্জে ১৫৯৭, মৌলভীবাজারে ১৭৪১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন