English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

শুক্রবার সিলেটের দুই ল্যাবে বিভাগের ১১৫ জনের করোনা পজেটিভ

- Advertisements -

শুক্রবার (২১) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শুক্রবার নমুনা পরিক্ষায় ৫০ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩২ জন, মৌলভীবাজারের ১৭ জন ও সুনামগঞ্জ জেলার ১ জন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৬৫ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ৮ জন সিলেট জেলার ২৩ জন ও মৌলভীবাজার জেলার ১৫ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৬০ জন।এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ২৭৯ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৮৯৬ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৪২৮ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৫৮ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগের ৫ হাজার ৫০৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৩৩০, সুনামগঞ্জে ১৪৪৬, হবিগঞ্জে ৯৩০, মৌলভীবাজারে ৮০২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন