মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে ৮ মে বুধবার বিকাল ৪ ঘটিকায় প্রয়াত ডাক্তার আবু মোতাহের চৌধুরী ও মা প্রয়াত আলম আরা চৌধুরীর নামে শমশেরনগর হাসপাতালে এ্যাম্বুলেন্সটি উপহার দিলেন শিবলী আহমেদ চৌধুরী ও উনার পরিবার।
শমশেরনগর তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে শমশেরনগর হাসপাতালে এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান হয়।
ইংল্যান্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী ২০২২ সালে দুবাই শমশেরনগর ওয়েল ফেয়ার ট্রাস্ট আরব আমিরাতের এক সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন তারা ৫ ভাই বোন মিলে শমশেরনগর হাসপাতালে একটি এ্যাম্বুলেন্স দিবেন।
তার বাবা প্রয়াত ডাক্তার আবু মোতাহের চৌধুরী ও মা প্রয়াত আলম আরা চৌধুরীর নামে শমশেরনগর হাসপাতালে এ্যাম্বুলেন্সটি উপহার দিলেন।
শিবলী আহমেূ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো জুয়েল আহমদ। শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলার সম্মানিত উপদেষ্টা সেলিম চৌধুরী, কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত পৃষ্ঠপোষক বিলকিস বেগম, শমশেরনগর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সুলতানা কামরুন নাহার নাহিদা, বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যবস্থাপক ললিত মোহন সিংহ, দাতা পরিবার সদস্য শিরিন চৌধুরী, শাম্মী নাসরিন চৌধুরী, জসিম উদ্দিন।
আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম সহ আর বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রেস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।