English

18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

শনিবার সিলেটের দুই ল্যাবে বিভাগের ৫৬ জনের করোনা পজেটিভ,আক্রান্ত ছাড়ালো দশ হাজার

- Advertisements -

শনিবার (২২) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শনিবার নমুনা পরিক্ষায় ৩৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এই নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়ালো দশ হাজার। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন, মৌলভীবাজারের ২৩ জন, সুনামগঞ্জ জেলার ১ জন,হবিগঞ্জ জেলার ২জন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ৫৮ টি নমুনা পরীক্ষায় ২০ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ১৪ জন, সিলেট জেলার ৬ জন জন বাসিন্দা রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৬ জন।এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ২৯৫ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৯১১ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৪২৯ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৮১ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২৬, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজারে ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৫ হাজার ৮৯৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৭১৯, সুনামগঞ্জে ১৪৪৮, হবিগঞ্জে ৯৩০, মৌলভীবাজারে ৮০২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন