English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

- Advertisements -

লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নিয়মিত সাংবাদিকদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠন কল্পে সাংবাদিক আব্দুল মতিনের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ২০২০-২০২১ সালের জন্য মোঃ মহসিন সাদেককে (যায়যায়দিন /প্রতিদিনের বাণী /নিরাপদ নিউজ ও আজকের পত্রিকা অনলাইন পোর্টাল) সভাপতি, নিতেশ দেব (দৈনিক একাত্তরের কথা/দৈনিক দেশ) সাধারন সম্পাদক ও সুমন আহমেদ বিজয় (হবিগঞ্জের হবিগঞ্জ/সিলেটের জনপদ ও হবিগঞ্জ জার্নাল)সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মেয়াদকাল শেষ হওয়ায় ২০১৯ – ২০২০ সালের অনলাইন প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে ২০২০-২০২১ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জুনাইদ চৌধুরী (দৈনিক প্রভাকর) যুগ্ম সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন তালুকদার (বিজয়ের কন্ঠ),দপ্তর সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস (দৈনিক স্বদেশ বার্তা /সুরমা নিউজ),প্রচার সম্পাদক শিপার মাহমুদ জুম্মান( উত্তরা নিউজ), অর্থ সম্পাদক সূর্য্য রায়( দৈনিক হবিগঞ্জের সময়), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আব্দুল হান্নান( দৈনিক আমার সংবাদ) ।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, আবুল কাশেম ( দৈনিক আমাদের সময় / দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস ),রফিকুল ইসলাম (সিলেটের ডাক/ দৈনিক হবিগঞ্জ সমাচার ),আব্দুল মতিন (জি টিভি) সেলিমুর রহমান(আজকের হবিগঞ্জ)।
উল্লেখ যে গত ২৮ আগস্ট হবিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদের স্বাক্ষরিত লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের অনুমোদন দেওয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন