English

19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

লাখাইয়ে সফল চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

- Advertisements -

হবিগঞ্জের লাখাই উপজেলায় জাতীয় মৎস‌্য সপ্তাহ ২০২১ উদযাপন উপল‌ক্ষে ২য় দি‌নেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। যার মধ্যে ছিল আ‌লোচনা সভা।

সফল ০৩ জন মৎস‌্য চা‌ষিকে পুরস্কার প্রদান। উপ‌জেলা প‌রিষদ পুকু‌রে পোনা মাছ অবমুক্ত করণ । মৎস‌্য সেক্ট‌রে বর্তমান সরকা‌রের অগ্রগ‌তি বিষয়ক প্রামান‌্য চিত্র প্রদর্শ করা হয়।

রবিবার সকালে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট মুশ‌ফিউল আলম আজাদ।

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা ভাইস চেয়ারম‌্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন

বেনুসহ প‌রিষ‌দের বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারী, মৎস‌্য চা‌ষি,মৎস‌্যজি‌বি ও অন‌্যান‌্য গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ। পরে ৩ জন সফল মৎস্য চাষি কে পুরষ্কার প্রদান করা হয়। তারা হলেন মুড়িয়াউকের জোৎস্না আক্তার, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, বামৈ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রায়হান উদ্দিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন