লাখাইয়ে পুকুরের পানিতে পড়ে মাহী (৮) ও তিশা (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বামৈ পশ্চিম গ্রামে এঘটনাটি ঘটে।
সুত্রে যানা যায়, ঐদিন তিশা ও মাহী বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো, এক সময় তিশা ও মাহীকে দেখতে না পেয়ে খুজতে তাকে পরিবারের লোকজন, একপর্যায়ে কয়েকজন শিশু তাদের পুকুরের পানিতে ভেসে থাকাতে দেখে জানালে পরিবারের লোকজন তাদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃতঃ ঘোষনা করেন।
মাহী ও তিশা বামৈ পশ্চিম গ্রামের গোপী হাটির উজ্জল মিয়ার কন্যা। পানিতে ডুবে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন লাখাই থানা ওসি সাইদুল ইসলাম।