মহসিন সাদেক লাখাই হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই থানার নবাগত ওসি হিসাবে যোগদান করলেন মোঃ নুনু মিয়া।
সদ্য বিদায়ী ওসি সাইদুল ইসলাম বদলিতে যাওয়ায় শনিবার তিনি লাখাই থানার ওসি হিসাবে দায়িত্বভার গ্রহন করেন।
নানু মিয়া এর আগে হবিগঞ্জ কোর্ট ষ্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য ওসি মোঃ নুনু মিয়া ইতিপূর্বে হবিগঞ্জ কোর্টষ্টেশন ও কানাইঘাট থানায় দায়িত্ব পালন সহ মিশনে ২বছর (সুদানে) দায়িত্ব পালন করেছেন, তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাতারগাও গ্রামের সন্তান।
লাখাই উপজেলাকে একটি সু-শৃংখল, দাঙ্গা ও মাদক মুক্ত রাখতে সর্বাত্তক কাজ করবেন বলর আশাবাদ ব্যক্ত করর তিনি সকলের সহযোগীতা কামনা করেন।