রবিবার(২) আগস্ট সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার স্ত্রী ফাহমিদা আহমদ। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। রবিবার আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৩ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজারের ১৮ জন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেলেন ১৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা মারা গেছেন। সিলেট বিভাগের ৩ হাজার ৫১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯০, সুনামগঞ্জে ১১৩৫, হবিগঞ্জে ৭৯১, মৌলভীবাজারে ৫৭১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।