যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও দুই শ জন প্রবাসী। সোমবার ১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তারা সিলেটে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।
তিনি জানান,লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ২৩৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০২ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে ৩৭ জন যাত্রী নিয়ে সে ফ্লাইট ঢাকা যায় এবং ২০০ জন প্রবাসী সিলেটে নামেন। এদিকে, সিলেট বিমানবন্দরে ২০০ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪ দিনের কোয়ারেন্টিন পালনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।