মঙ্গলবার (২৫) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান মঙ্গলবার নমুনা পরিক্ষায় ৩৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৬, সুনামগঞ্জ জেলায় ২, হবিগঞ্জ জেলার ৫ ও মৌলভীবাজার জেলায় ৩ জন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষায় ১০১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৩ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩৫ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৬২ জন।এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৪৬৪ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৯৮১ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৪৭৯ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৪২৭ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২৯, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৬ হাজার ৯১৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩৫৮২, সুনামগঞ্জে ১৪৮৯, হবিগঞ্জে ৯৫৩, মৌলভীবাজারে ৮৯২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন