মঙ্গলবার (১০ আগস্ট) সিলেটের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৩৮৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস।
মঙ্গলবার সবচেয়ে বেশী করোনা শনাক্ত হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে। ওইদিন সেখানে যাদের নমুনা পরীক্ষা করা হয় তন্মধ্যে ২০০ জনের শরীরে করনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে সিলেট বক্ষব্যধি হাসপাতাল ল্যাবে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এন্টিজেন টেস্ট করে ৫ জনের শরীরে শনাক্ত হয় এ ভাইরাস।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে আজ ৫৩৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১৫১ জনের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস।